ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

গোপালগঞ্জ-পটুয়াখালী : দুটি জেলার টেলিফোন নম্বর বদল হচ্ছে

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জ ও পটুয়াখালী জেলার টেলিফোন এক্সচেঞ্জের ৫ ডিজিটের পুরাতন টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে। পুরাতন টেলিফোন নম্বর বদলে এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ শুরু করেছে বিটিসিএল। গতকাল বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানায় বিটিসিএল। গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ, কালকিনি, কাশিয়ানী, কোটালিপাড়া, মুকসুদপুর, রাজৈর, টুঙ্গিপাড়া ও মাদারীপুর এবং পটুয়াখালী জেলার কুয়াকাটা, খেপুপাড়া, দশমিনা ও মির্জাগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জের নতুন নম্বর পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ চলছে। পরিবর্তিত নতুন নম্বর গ্রাহককে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বিজ্ঞপ্তি।
তবে গ্রাহক এ বিষয়ে আরো তথ্য জানতে চাইলে যে কোনো সময় বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারবেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়