১৩ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আব্দুর রহিমের

আগের সংবাদ

প্রত্যাবাসনে বাধা চীন-রাশিয়া! বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলও নিষ্ক্রিয়

পরের সংবাদ

বড়াইগ্রামে ভুয়া ২ র‌্যাব সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : জেলার বড়াইগ্রাম থেকে দুই ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত রবিবার সন্ধ্যার পর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার সাঁথিয়া থানার হলুদঘর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোর্শেদ ও একই থানার গোপালপুরের সোহরাব মাস্টারের ছেলে এরশাদ আলী। এ সময় তাদের কাছে থেকে র‌্যাব ও পুলিশের ভুয়া আইডি কার্ড, পুলিশ স্টিকারযুক্ত মোটরসাইকেল ১টি, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। গতকাল সোমবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেয়া হয়।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল রবিবার সন্ধ্যার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে। তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, গ্রেপ্তারকৃত ভুয়া র‌্যাবদ্বয় নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক বলে পরিচয় দিয়ে উপজেলার জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক ও নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর কাছ থেকে প্রতারণাপূর্বক চাঁদা আদায় করে। পরে তারা গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের কাছেও চাঁদা দাবি করে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ অভিযান চালিয়ে প্রমাণাদিসহ তাদের আটক করে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়