১৩ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আব্দুর রহিমের

আগের সংবাদ

প্রত্যাবাসনে বাধা চীন-রাশিয়া! বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলও নিষ্ক্রিয়

পরের সংবাদ

গবেষণা করতে চান ঢাবি শিক্ষার্থীরা : বিরল হলুদ কচ্ছপ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ ধরা পড়েছে। রবিবার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বিশ্বাসডাঙ্গী থেকে কচ্ছপটি ধরা পড়ে। আগে কখনো এ ধরনের কচ্ছপ কেউ দেখেননি বলে মন্তব্য করেন স্থানীয়রা। পরে কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরতে যান অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। একপর্যায়ে তার জালে বিরল প্রজাতির হলুদ রংয়ের কচ্ছপটি ধরা পড়ে। তবে এ প্রজাতির কচ্ছপ এর আগে ভারতের উড়িষ্যায় ধরা পড়লেও বাংলাদেশে ধরা পড়ার খবর পাওয়া যায়নি বলে মন্তব্য অনেকের। পরে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে।
ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। বিষয়টি খুলনা বিভাগীয় বন্যপ্রাণী কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এলে এ সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, খবর পেয়ে ফরিদপুর বন বিভাগের কার্যালয়ে এসে যোগাযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার শিক্ষার্থী আশিকুর রহমান শমী। তিনি জানান, এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হলেও এ প্রজাতির হলুদ বর্ণের কচ্ছপ সাধারণত দেখা যায় না। সুন্ধিজাতীয় কচ্ছপ মেটে ও ধূসর রঙের হয়। এটির ক্ষেত্রে জিনগত পরিবর্তন কিংবা অন্য কারণে হলুদ রঙ হয়ে থাকতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়