১৩ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আব্দুর রহিমের

আগের সংবাদ

প্রত্যাবাসনে বাধা চীন-রাশিয়া! বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলও নিষ্ক্রিয়

পরের সংবাদ

করোনা বিস্তার রোধে কর্মশালা ঝালকাঠিতে

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি : করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনে প্রচারের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। কর্মশালায় করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, পৌর কাউন্সিলর তরুণ কুমার কর্মকার, এসএম আল-আমিন, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মশালায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়নের জন্য সুপারিশমালা প্রণয়ন করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়