মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

হোঁচট খেয়ে মেসিকে স্মরণ

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলা শুরু করেছে বার্সেলোনা। মেসির নেতৃত্ব ও পায়ের জাদুতে দীর্ঘদিন শক্ত অবস্থানে ছিল কাতালানরা। যদিও মেসিকে ছাড়া লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে মৌসুম শুরু করেছিল। কিন্তু গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সা। তাদের হয়ে একমাত্র গোলটি করেন ক্লাবটির নতুন তারকা মেম্ফিস ডিপাই। এটি বার্সার জার্সিতে তার প্রথম গোল।
অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে প্রায় হারতে হারতে ড্র করায় ফের মেসির প্রয়োজনীয়তার কথা এসেছে। আর এ বিষয়টি স্বীকার করে নিয়েছেন কোচ রোনান্ড কোম্যান।
তিনি বলেছেন মেসি থাকলে ম্যাচটির ফলাফল অন্যরকম হলেও হতে পারত। এখন হোঁচট খাওয়ার পর মেসিকে স্মরণ করলেন তিনি। এ ব্যাপারে কোম্যান বলেন, ‘সব সময় এক জিনিস নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। কিন্তু আমরা তো কথা বলছি বিশ্বের সেরা কাউকে নিয়ে। যখন মেসি ছিল, আমাদের প্রতিপক্ষ আরো বেশি ভীত থাকত।’
তিনি আরো বলেন, ‘কিন্তু এখন কী আর করার আছে। আমাদেরও তো একটা সুবিধা ছিল। যদি আপনি লিওকে বল পাস দেন, সে সেটা মিস করবে না। তাই মেসি নেই, এ কথা বলতেই পারেন। আমরাও সেটা জানি, কিন্তু এটা তো বদলাতে পারব না।’
চলতি বছর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের এটি পঞ্চম দেখা। কোপা দেল রের ফাইনালসহ আগের তিন ম্যাচে জিতেছে বার্সেলোনা। সুপার কাপের ম্যাচে জিতেছিল বিলবাও। এবার হলো ড্র।
প্রায় দেড় বছর পর নিজেদের মাঠে প্রথমবারের মতো দর্শকদের নিয়ে খেলতে নেমে বার্সাকে চেপে ধরে বিলবাও।
তবে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না স্বাগতিকরা। উল্টো প্রথম আক্রমণেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ম্যাচের ছয় মিনিটের সময় মেম্ফিস ডিপাইয়ের করা শট বিলবাওয়ের একজনের পায়ে লেগে দিক পাল্টালে পেয়ে যান মার্টিন ব্রাথওয়েট। কিন্তু খুব কাছে থেকেও তিনি লক্ষভেদ করতে পারেননি।
এরপর অ্যাতলেটিকো বিলবাও এগিয়ে যেতে পারত ১০ মিনিটের সময়। ইনাকি উইলিয়ামসকে পাহারায় রেখে গোলরক্ষকের এগিয়ে আসার অপেক্ষায় ছিলেন গার্সিয়া। কিন্তু পিছন থেকেই কোনোমতে শট নেন বিলবাও ফরোয়ার্ড। নেতোর দুই পায়ের মাঝ দিয়ে বল চলেও যাচ্ছিল জালের দিকে কিন্তু বার্সেলোনা গোলরক্ষকের হাতে লেগে দিক পাল্টে পাশের জালে গিয়ে লাগে।
এই কর্নার থেকেই বল পেয়ে ওহিয়ান সানসেট বুলেট গতির শট নেন। কিছুই করার ছিল না নেতোর। কিন্তু সানসেটের করা এ শট বারে লেগে ফিরে আসে।
ম্যাচের ৩০ মিনিটের সময় ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন রক্ষণভাগের খেলোয়াড় জেরার্ড পিকে। তার জায়গায় নামা রোনাল্ড আরজো প্রথমার্ধের শেষ মুহূর্তে চমৎকার বাইসাইকেল কিকে বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি বল পাওয়ার আগে ডিফেন্ডার মিকেল বালেনসিয়াগাকে ব্রাথওয়েট ফাউল করায় গোল পায়নি বার্সেলোনা।
তবে অবশেষে ম্যাচের ৫০তম মিনিটে এগিয়ে যায় বিলবাও। ইকের মুনিয়ানের কর্নার থেকে চমৎকার হেডে বল জালে জড়ান ইনিগো মার্টিনেজ। এর খানিকবাদেই আরেকটি সুযোগ হাতছাড়া করে বার্সা।
ম্যাচের ৬০ মিনিটের পর সার্জিও রবার্তো ও ইউসুফ দেমি মাঠে আসার পর আক্রমণের গতি বাড়ে বার্সেলোনার। ৭৩তম মিনিটে সমতা প্রায় ফিরিয়ে ফেলছিল দলটি। ডি ইয়ংয়ের শট ক্রসবারে লেগে ফিরলে বেঁচে যায় বিলবাও।
তবে দুই মিনিট পরেই জালের দেখা পেয়ে যায় বার্সেলোনা। রবের্তোর কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে বুলেট গতির শট নেন মেম্ফিস ডিপাই। গোলরক্ষক হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি।
এদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করলেও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। তারা দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। বার্সার সমান চার পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে রিয়াল মায়োর্কা ও ভ্যালেন্সিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়