অভিনন্দন জানাল প্রজ্ঞা : রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের অযোগ্য তামাক কোম্পানি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি গায়েব, তদারকি নেই : গণপরিবহন, দোকান, কাঁচাবাজার, বিনোদন কেন্দ্রে চলাচল স্বাভাবিক

পরের সংবাদ

সাটুরিয়ায় যুবককে জবাই করে হত্যার চেষ্টা, স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি : সাটুরিয়ায় নাছরিন আক্তার নামে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় স্বামীকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অভিযুক্ত গৃহবধূকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল শনিবার উপজেলার বরাইদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বরাইদ এলাকার বাদশা মিয়ার ছেলে রাজিব হোসেনের (৩০) সঙ্গে টাঙ্গাইলের বারিন্দা গ্রামের ইউনুছের মেয়ে নাছরিন আক্তারের (২৪) চার বছর আগে বিয়ে হয়। বিকাশে পাঠানো স্বামীর দেয়া ৫ হাজার টাকা নিয়ে পারিবারিক কলহের সূত্রপাত হয় শুক্রবার রাতে। এরই জের ধরে শনিবার সকালে গৃহবধূ নাছরিন ধারালো দা দিয়ে স্বামীকে জবাই করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাকে প্রথমে সাটুরিয়া উপজেলা সদর, পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার প্রয়োজনে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। ইউপি সদস্য মো. জমির উদ্দিন বলেন, প্রতিবেশীরা নাছরিনকে আটক করে গণপিটুনি দেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রাম পুলিশ দিয়ে থানায় পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, আহত স্বামী রাজিব হোসেনের ভাতিজা আরশেদ আলী বাদী হয়ে সাটুরিয়া থানায় হত্যার চেষ্টা মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়