মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

হঠাৎ সরে গেল ঘরের মাটি!

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) থেকে : ভিটেমাটি হারালেন বরগুনার পাথরঘাটা উপজেলাধীন বড় টেংরা গ্রামের আব্দুস সালাম। বুধবার গভীর রাতে হঠাৎ করে তার বসতঘরের কাঁচামাটির ভিটা ও আংশিক ঘর ভূগর্ভে বিলীন হয়ে যায়।
ওই এলাকার আব্দুর রহিম বলেন, জীবনে এমন আশ্চর্য বিষয় দেখিনি। হঠাৎ করে ঘরের ভেতরের মাটি উধাও। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তাদের ব্যক্তিগত আইডি থেকে পাথরঘাটা উপজেলার জনপ্রতিনিধিদের এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। অপরদিকে ওই এলাকার নাসির উদ্দিন নামের জনৈক ব্যক্তি বলেন, আশ্চর্য হওয়ার কিছু নেই। বেশ কয়েক মাস আগে নিকটবর্তী একটি পুকুরের মাটি কেটে নেয়ার ফলে এ ঘটনার সৃষ্টি হয়েছে।
বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, আমি শুনেছি এবং উপজেলা পাবলিক হেলথ্ ইঞ্জিনিয়ারকে সরজমিন পাঠিয়েছি। পরে গিয়ে দেখব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়