মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

সিংড়া : ধানক্ষেত বিনষ্ট করায় আদালতে মামলা

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়নের বনকুড়ি গ্রামের এক হতদরিদ্র কৃষক মোজাম্মেল হক। ভূমিহীন হিসেবে ২০০৮ সালে সরকারের কাছ থেকে একখণ্ড জমি পেয়েছিলেন। চাষাবাদ করে সংসার চালান। কিন্তু সেই জমির ধানগাছ প্রকাশ্যে উপড়ে ফেলে ও আগাছানাশক ছিটিয়ে বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুল জলিল ও তার ছেলে মো. সেলিম এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এ বিষয়ে বুধবার বিকালে সিংড়া আমলি আদালতে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল হক। তবে অভিযুক্ত আব্দুল জলিল জমিটি তার দাবি করে বলেন, প্রতিপক্ষ এ বছর জোর করে ওই জমিতে ধান রোপণ করেছিল। তাই কীটনাশক দিয়ে পরিষ্কার করেছি।
সরজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৮ সালে ভূমিহীন মোজাম্মেল হককে বনকুড়ি মৌজার ২০৫ নম্বর দাগে ৩৫ শতক জমি দান করে সরকার। তারপর থেকে ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে কৃষক মোজাম্মেল হক। কিন্তু প্রতিপক্ষ আব্দুল জলিল তার ছেলে সেনা সদস্য মো. সেলিমের ভয় দেখিয়ে ওই জমিটি দখলের চেষ্টা করছে। আর প্রকাশ্যে ধান উপড়ে ফেলে আগাছানাশক ছিটিয়ে বিনষ্ট করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, প্রকাশ্যে দিবালোকে এভাবে ধান নষ্ট দুঃখজনক। বিষয়টি শুনে তিনি সরেজমিনে গিয়ে দেখেছেন। তবে জমির সাইড নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ রয়েছে বলে জানান তিনি।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ আসেনি। সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান বলেন, সরকারি জমি বুঝিয়ে দেয়া পর্যন্ত ভূমি অফিসের দায়িত্ব। পরবর্তীতে ওই জমি রক্ষা করার দায়িত্ব তাদের। প্রয়োজনে তারা আদালতের আশ্রয় নিতে পারেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়