মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

ঝিকরগাছায় মানববন্ধন : নৌযান চলাচল উপযোগী করে সেতু নির্মাণের দাবি

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণে নকশা পরিবর্তনসহ বিভিন্ন অভিযোগে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। ঝিকরগাছা কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে স্থানীয় থানা মোড়ে (সেতু সংলগ্ন) গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক আব্দুর রহিম। এ সময় বক্তব্য রাখেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক অনিল বিশ্বাস, সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, কপোতাক্ষ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মাস্টার বিমল কুমার ঘোষ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতা এড. আমিনুর রহমান হিরু, ভৈরব বাঁচাও আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ঝিকরগাছা উপজেলা সভাপতি মোখলেছুর রহমান কেটি, বিবর্তনের ঝিকরগাছা সভাপতি বাপ্পি পাল, উদীচী গদখালী শাখার সাধারণ সম্পাদক ও পূজা পরিষদের নেতা শুভাষ ভক্ত প্রমুখ। বক্তারা বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী নৌযান চলাচল উপযোগী করে ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ করাসহ নির্মাণাধীন সেতুটি পুনর্নির্মাণ এবং নদী খননের সময় মাটি কেটে সীমানার বাইরে ফেলতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়