মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

আদমদীঘিতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে সান্তাহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন গাঁজা সেবনকারীকে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম জেল ও জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিনজনকে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান দণ্ডপ্রাপ্তরা হলেন- হাট নওগাঁর মছির সাখিদারের ছেলে খোকন হোসেন (৩৫), পার নওগাঁ সরদারপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রিমন হোসেন (৩৫) ও আদমদীঘির বিনাহালি গ্রামের হরেন চন্দ্রের ছেলে বিশ্বনাথ প্রামাণিক (৪৫)। দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়