মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় আধা কিলোমিটার ভাঙা ও ঝুঁকিপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করল স্থানীয় যুবকরা। গতকাল বৃহস্পতিবার চেঙ্গুটিয়া যুবসমাজের উদ্যোগে ওই সড়কের সংস্কার কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে সড়কটির খানাখন্দের অসমাপ্ত কাজগুলো করা হবে বলেও জানান তারা। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে চেঙ্গুটিয়া যুবসমাজের উদ্যোগে চেঙ্গুটিয়া বাজার থেকে চেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি বিভিন্নস্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ এবং যান চলাচলের অনুপযোগী ছিল। সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান চঞ্চল জানান, উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়কটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় লোকজনের চলাচলে দুর্ভোগের অন্ত ছিল না। সড়কটি সংস্কারে উপজেলা এলজিইডির কোনো তদারকি লক্ষ্য করা যায়নি। এ ব্যাপারে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, চেঙ্গুটিয়া যুবসমাজের উদ্যোগে সড়ক সংস্কারে তাদের স্বাগত জানাই। তারা মহৎ একটি কাজ করেছে, যে কাজ করার কথা ছিল জনপ্রতিনিধিদের। ভবিষ্যতে সড়কটির উন্নয়ন কাজে সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়