সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আগের সংবাদ

ঝুঁকিতে উদারপন্থি ও নারীরা : শরিয়া আইনে দেশ চালানোর ঘোষণা তালেবান প্রশাসনের, তালেবানবিরোধী বিক্ষোভ বিভিন্ন শহরে

পরের সংবাদ

বুস্টার জামালসহ গ্রেপ্তার ৫ : সিএনজিচালক বেশে ছিনতাই-ডাকাতি

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : মো. জামাল ওরফে বুস্টার জামাল। সে ও তার সহযোগীরা কেউ সিএনজিচালক, কেউ রিকশাচালক। ভোর থেকে সারা দিন সিএনজি-রিকশা চালালেও সন্ধ্যা নামতেই ‘চালক’ থেকে হয়ে ওঠে ছিনতাইতারী। নগরীর বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতি ও চুরি করত বুস্টার জামাল ও তার দল। এভাবে একটি ছিনতাই-ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়ে বুস্টার জামাল ও তার ৫ সহযোগী। গতকাল বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকিরা হলো- মো. তুফান, মো. আরিফ হোসেন, মো. লিটন ওরফে সুমন, মো. আনোয়ার হোসেন ও মো. হানিফ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বুস্টার জামাল চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছিনতাইকারী। তার গ্রুপের নাম বুস্টার। এ গ্রুপের সবাই অন্য পেশার ফাঁকে ছিনতাই, ডাকাতি ও চুরি করে। তাদের কেউ রিকশাচালক, কেউ সিএনজিচালক। তারা দিনভর গাড়ি চালায়। রাতে আর ভোরে ছিনতাই, চুরি ও ডাকাতি করে। তারা গ্রিল কেটে দোকানেও ডাকাতি করে। বুধবার ভোরে তারা আগ্রাবাদ নালাপাড়া গলির মুখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ দেখে পালানোর চেষ্টা করে তারা। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছুরি, একটি কাটার, একটি প্লাস, একটি রেঞ্জ ও ছিনতাইর কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল জানিয়েছে, তারা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিএনজিতে করে ঘুরে বেড়ায়। এরপর টার্গেট নির্ধারণ করে। পরিকল্পনা অনুযায়ী ছিনতাই কিংবা ডাকাতি করে পালিয়ে যায় তারা। গ্রেপ্তার জামালের বিরুদ্ধে ৫টি, তুফানের বিরুদ্ধে ৩টি, লিটনের বিরুদ্ধে ৫টি, আনোয়ারের বিরুদ্ধে তিনটি ও হানিফের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়