সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আগের সংবাদ

ঝুঁকিতে উদারপন্থি ও নারীরা : শরিয়া আইনে দেশ চালানোর ঘোষণা তালেবান প্রশাসনের, তালেবানবিরোধী বিক্ষোভ বিভিন্ন শহরে

পরের সংবাদ

বাঘায় ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাঘা উপজেলায় ২০ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোতশায়েস্তা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, উপজেলার জোতশায়েস্তা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার ছেলে নয়ন ইসলাম (২০) নিজ বাড়িতে গাঁজার প্যাকেটজাত করে চালান করার প্রস্তুতি নিচ্ছিল। বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মা-ছেলেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাঘা থানার অফিসার সাজ্জাদ হোসেন বলেন, উত্তর মিলিক বাঘা এলাকার রবি ভাণ্ডারি একজন মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত মা-ছেলে দীর্ঘদিন তার পক্ষে হয়ে দেশের বিভিন্ন স্থানে গাঁজার চালান করত বলে আমাদের কাছে স্বীকার করেছে। রবি ভাণ্ডারিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়