অক্সিজেন ঘাটতি নিয়ে রওশন এরশাদ আইসিইউতে

আগের সংবাদ

এবার লক্ষ্য কূটনৈতিক জয় : তালেবানের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ >> চ্যালেঞ্জের মুখে ভারত

পরের সংবাদ

ফরিদপুরে ৯ পল্লী উদ্যোক্তা পেলেন প্রণোদনার চেক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : ফরিদপুর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত ৯ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ।
এ সময় আরো বক্তব্য দেন- জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন পারভীন মুক্তি প্রমুখ। করোনাকালীন সংকটে পড়া এসব পল্লী উদ্যোক্তা জানান, প্রধানমন্ত্রীর এই প্রণোদনা তাদের আগামী দিনে উপকার বয়ে আনবে। উল্লেখ্য, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধায়নে ৯ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার ১৫ লাখ টাকা স্বল্প সুদে ঋণ হিসেবে এই প্রণোদনা দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়