অক্সিজেন ঘাটতি নিয়ে রওশন এরশাদ আইসিইউতে

আগের সংবাদ

এবার লক্ষ্য কূটনৈতিক জয় : তালেবানের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ >> চ্যালেঞ্জের মুখে ভারত

পরের সংবাদ

নোয়াখালীতে প্রতিমা ভাঙচুর যুবক আটক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর অভিযোগে এক তরুণকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা আটক করে পুলিশে দিয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজদী শহরের মাস্টারপাড়া এলাকার একটি শিবমন্দিরে এ ঘটনা ঘটে।
আটক তরুণকে গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সুধারাম থানার ওসি মো. শাহেদ উদ্দিন। ওই তরুণের বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে।
প্রতিমা ভাঙচুরের ঘটনার পর একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতে আসে। তাতে দেখা গেছে, শিবমন্দিরের ভেতরে থাকা দুটি প্রতিমার একটি ভেঙে সামনে পড়ে আছে। আর মন্দিরের বাইরে লোকজন ওই তরুণকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বিভিন্ন প্রশ্ন করছে।
সুধারাম থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, অভিযুক্ত যুবকের কথাবার্তা অসংলগ্ন। সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়