বিজিএমইএ : সব স্থলবন্দর দিয়ে ইয়ার্ন আমদানির সুযোগ দাবি

আগের সংবাদ

করের আওতায় আসছেন ব্যাংকের কার্ডধারীরা!

পরের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া : রেলগেটে ট্রেনের ধাক্কায় নিহত রিকশাযাত্রী

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. শাহবুদ্দিন (৪৫) এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। দুর্ঘটনায় এতে ট্রেনের কোনো ক্ষতি হয়নি। নিহত শাহবুদ্দিন নাসিরনগরের মুলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রধান সড়ক টিএ রোডের লেভেল ক্রসিংটি গত মার্চ মাস থেকে অরক্ষিত। রবিবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা দুজন আহত হন। জেলা সদর হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখার সময় দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশাটি লেভেল ক্রসিংয়ের ১০ গজ দূরে পড়েছিল। এ সময় লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যানকে দেখা যায়নি।
খবর পেয়ে সদর থানার এসআই মো. মেহেদী হাসান ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন খিন নোমান জানান, যাত্রা বিরতিহীন সোনার বাংলা ট্রেনের ধাক্কায় রিকশাযাত্রীর মৃত্যু হয়। কীভাবে কী ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়