বিজিএমইএ : সব স্থলবন্দর দিয়ে ইয়ার্ন আমদানির সুযোগ দাবি

আগের সংবাদ

করের আওতায় আসছেন ব্যাংকের কার্ডধারীরা!

পরের সংবাদ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাসে কর্মহীন ও দরিদ্র এবং এতিমদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লি. (বিসিপিএল)-এর সিএসআর কার্যক্রমের আওতায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানায় গত রবিবার বিকাল ৩টায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক। অন্যদের মধ্যে ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেইনটেনেন্স জোবায়ের আহমেদ, নির্বাহী প্রকৌশলী সিভিল রেজওয়ান ইকবাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়