বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স

আগের সংবাদ

তালেবান আতঙ্কে বিশৃঙ্খলা > আফগানদের দেশ ছাড়ার হিড়িক : উড়ন্ত বিমান থেকে খসে পড়ল তিনজন

পরের সংবাদ

জাতীয় শোক দিবস : নোয়াখালী আওয়ামী লীগ কার্যালয়ে তালা কর্মীদের বিক্ষোভ

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গতকাল রবিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আবদুল মালেক উকিল প্রধান সড়কে বক্তব্যদানকালে এ অভিযোগ করেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। শিহাব উদ্দিন শাহীন বলেন, আজ ১৫ আগস্ট শোকের দিন। শুধু আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষের অধিকার আছে জাতির জনকের শাহাদতের দিন জাতীয় শোক দিবসে তার প্রতিকৃর্তিতে মাল্যদান করার। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দেয়ার অধিকার কারো নেই। শাহীন বলেন, আমরা যখন শোক র‌্যালি নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসা শুরু করেছি, ইতোমধ্যে কয়েকটা মিডিয়াতে চলে এসেছে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা। তাৎক্ষণিক আমি দেখেছি, আমাদের কয়েকজন নেতা ফোনে যোগাযোগ করে আমরা আসার এক মিনিট আগে তালা খুলে দিয়েছে। শিহাব উদ্দিন শাহীন কর্মীদের উদ্দেশে বলেন, এটা কিসের আলামত? নোয়াখালী আওয়ামী লীগ কোনো বিশেষ ব্যক্তির আওয়ামী লীগ নয়, নোয়াখালী আওয়ামী লীগ কোনো ব্যক্তির অনুকম্পায় চলে না। নোয়াখালী আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, নোয়াখালী আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ। নোয়াখালীর অভিভাবক আমাদের নেতা ওবায়দুল কাদের। শিহাব উদ্দিন শাহীন বলেন, জাতীয় শোক দিবসে কেন নোয়াখালী আওয়ামী লীগ কার্যালয়ে তালা? এর বিচার আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার কাছে দিলাম। আমরা জানতে চাই, কে এই লোক? এখন আর তার আমাদের দল করার দরকার নেই। এ সময় শিহাব উদ্দিন শাহীনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিতে আসা নেতাকর্মীরা শোক দিবসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়