একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

বাঁশখালীতে নিখোঁজ চীনা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাঁশখালী, (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে নিখোঁজ চীনা শ্রমিক জিই কিনওয়েনের (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী সাগর তীরে ভাসমান অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে কর্তব্যরত চীনা কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের বাঁশখালী থানার ওসি শফিউল কবির বলেন, বুধবার দুপুর থেকে নিখোঁজ হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ও কোস্ট গার্ড রাতভর ওই চীনা শ্রমিককে খুঁজতে থাকে। তাকে কোথাও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগরের তীরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। তার শরীরে কাঁকড়ার কামড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, কাঁকড়া ধরতে গিয়ে তিনি সাগরে ভেসে যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের পর চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রধান সমন্বয়ক ফারুক আহমদ বলেন, চীনা শ্রমিক নিহতের ঘটনায় তাদের নিয়োজিত কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সে বুধবার নিখোঁজ হয়েছিল।
জানা যায়, চীনা শ্রমিক জিই কিনওয়েন বাঁশখালী গণ্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পাইপ বসানোর কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপঠিকাদার সিপিপি কোম্পানিতে কর্মরত ছিলেন। সাগরের পানির সঙ্গে সংযোগ পাইপলাইনে কাজ করছিলেন তিনি। বুধবার দুপুরের খাবার খেতে না আসায় তাকে খোঁজ করা শুরু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী সাগরের তীরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়