একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

নোয়াখালী : পোড়ানো হলো অর্ধকোটি টাকার কারেন্ট জাল

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে দুই দফায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে নৌপুলিশ। আটককৃত জালের অনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকার কাছাকাছি। বৃহস্পতিবার হাতিয়ার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল আটক করে নৌপুলিশ। এর আগে বুধবার সকালে উপজেলার মাইজচা মার্কেট ও বউবাজার এলাকার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে নৌপুলিশ। পরে আটককৃত জালগুলো দুই দফায় আগুনে পুড়িয়ে দেয় নৌপুলিশ। হাতিয়া নলচিরা নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী তথ্য নিশ্চিত করে জানান, কয়েকজন জেলে হাতিয়ার মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এমন খবরে বুধ ও বৃহস্পতিবার মেঘনা নদীতে অভিযান চালায় হাতিয়ার নলচিরা নৌপুলিশ। নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো আগুনে পোড়ানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়