একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

নারী ইন্সপেক্টরকে ধর্ষণ : এসপির বিরুদ্ধে এফআইআর নিল পুলিশ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ধর্ষণের ঘটনায় পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে আদালতে করা অভিযোগটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে নিয়েছে উত্তরা পূর্ব থানা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত এসপির বিরুদ্ধে গত বৃহস্পতিবার অভিযোগটি দায়ের করেন সহকর্মী এক নারী ইন্সপেক্টর। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত অফিসার মো. জহিরুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ।
গত বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ অভিযোগটিকে মামলা হিসেবে নেয়ার আবেদন জানান ওই নারী ইন্সপেক্টর। একই দিন বিকালে পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ এফআইআর হিসেবে নিতে উত্তরা পূর্ব থানাকে নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর পুলিশের উত্তরা পূর্ব থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, আজ (গতকাল) আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র আমাদের হাতে এসেছে। আমরা এফআইআর নিয়েছি। এখন থেকে আমাদের তদন্ত চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়