একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

খুলনায় মন্দিরে হামলা : প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন সমাবেশ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : খুলনাসহ সারাদেশে হিন্দু পল্লীতে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলা, লুটপাট, ভাঙচুর ও নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
নাটোর : নাটোর প্রেস ক্লাবের সামনে জেলা হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ভাস্কর বাগচী, সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, জেলা যুব মহাজোটের সভাপতি দেবাসিশ সরকার দেবু, নির্বাহী সভাপতি সুজিত ঘোষ সাধারণ সম্পাদক চন্দন নাগসহ ছাত্র মহাজোটের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যরা।
এ সময় বক্তারা সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি সংখ্যালঘু নির্যাতনের অন্যতম কারণ। এসব ঘটনার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া জাতীয় বাজেটে জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দ রাখার দাবি জানানো হয়।
নড়াইল : নড়াইল প্রেস ক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, নড়াইল জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, নড়াইল জেলা শাখার আহ্বায়ক অনুপম বকশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিখিল সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, নড়াইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রঞ্জন মিশ্র, বাসুদেব সেন, মিহির কান্তি বিশ্বাসসহ অনেকে। বক্তারা এ ন্যক্কারজনক ঘটনা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
মাধবপুর (হবিগঞ্জ) : দুপুরে হিন্দু মহাজোট ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট মাধবপুর উপজেলার সভাপতি মনোজ মোদক, সাধারণ সম্পাদক সুভাষ দেব, ছাত্র মহাজোটের সদস্য সচিব সজল দেব নাথ প্রান্ত।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুর সাড়ে ১২টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব নকুল কুমার মণ্ডল, নবাবগঞ্জ উপজেলার সভাপতি উত্তম কুমার রায়, উপজেলা যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র সরকার, ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা, সাংগঠনিক সম্পাদক অমিত বাড়ৈ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়