সবুজ বাংলাদেশকে সবুজতর করার আহ্বান আইজিপির

আগের সংবাদ

হুমকির মুখে রোহিঙ্গা জাতিসত্তা : বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রস্তাব নিয়ে কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

ডা. এম এ ফায়েজ : সামনে নতুন নতুন ধরন আসতে পারে

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ফায়েজ ভোরের কাগজকে বলেন, করোনা ভাইরাসের যে কয়টি ধরন সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এই কয়টির মধ্যেই কী তা সীমাবদ্ধ থাকবে? আমি মনে করি না। সামনে করোনার আরো নতুন নতুন ধরন আসতে পারে। কারণ এটি সম্পূর্ণ নতুন একটি ভাইরাস। আমাদের সামনের দিনগুলো অনিশ্চিত। যতক্ষণ পর্যন্ত নির্মূল না হচ্ছে ততদিন পর্যন্ত গবেষক ও বিজ্ঞানীরা গবেষণা করে যাবেন। ফলে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য আমাদের সামনে আসবে। আমি মনে করি, অজানার দিকে না গিয়ে জানার দিকটা নিয়ে আমাদের সামনে আগানো উচিত। এর পাশাপাশি আমাদের ‘এসবিসিসি’ অর্থাৎ ‘সোশ্যাল বিহ্যাবিয়ার চেইঞ্জ কমিউনিকেশন’-এর ওপর জোর দিতে হবে। আমরা বিগত দেড় বছরেও এটি পারিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়