খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চিকিৎসা সহায়তা
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করার অংশ হিসেবে উপজেলার নারুয়া ইউনিয়নের ২১টি মসজিদে মাস্ক বিতরণের পর দুস্থ ও অসহায় দুই ব্যক্তির চিকিৎসা সহায়তা দিয়েছে ফেসবুকভিত্তিক গ্রুপ নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা। গতকাল বুধবার নারুয়া ইউনিয়নের ঘিকমলা গ্রামের ক্যান্সার আক্রান্ত জাহিদ হোসেনকে ১০ হাজার টাকা ও একই গ্রামের স্টকজনিত রোগী আনোয়ারা বেগমের হাতে নগদ ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেয়া হয়। গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফ হাসানের নির্দেশনায় সহায়তা তুলে দেন গ্রুপের এডমিন মো. সাইফুল ইসলাম, আবু সাঈদ, মডারেটর বিপ্লব, বিজয় সজিব, সদস্য জাকারিয়া, মিজানসহ অন্যরা।

প্রস্তুতি সভা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহাদেবপুরে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন উপজেলা প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগ সদস্য অজিত কুমার মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান মহাদেবপুর প্রেস ক্লাব সভাপতি গৌতম কুমার মহন্ত প্রমুখ।

৭ জুয়াড়ি গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পুলিশ অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ধড়মোকাম এলাকার একটি চালকলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার হামছায়াপুর গ্রামের শরীফ উদ্দিন (৫০), ধড়মোকাম গ্রামের শহিদুল ইসলাম (৪৫), মো. মুন্না (২৮), বিপ্লব হোসেন (২৫), মো. মারুফ হোসেন (৩০), মোতালেব (২৬) ও গোপালপুর গ্রামের তফিজ উদ্দিন (৫০)। শেরপুর থানার এসআই শাহাদত হোসেন জানান, অভিযানকালে নগদ ১৫ হাজার ৮৮৪ টাকা, ১ সেট তাস ও ২টি চটের বস্তা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জে করোনা রোগীদের ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে জিকে ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জিকে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এর আগে করোনার প্রথম ধাপে শিবগঞ্জের অসহায় দুস্থ রোগীদের কথা চিন্তা করে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স কিনে প্রতিষ্ঠানটি। এছাড়াও করোনাকালের শুরুতে এলাকার ২২ হাজার ও দ্বিতীয় ধাপে ১৮ হাজারসহ মোট ৪০ হাজার পরিবারকে খাবার সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শিবগঞ্জের সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

মতবিনিময়
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে গত মঙ্গলবার মতবিনিময় করছেন সদ্য বিদায় নেয়া দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা। তিনি চাঁপাইনববগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাব এবং দুর্গাপুর সাংবাদিক সমাজের প্রধান উপদেষ্টা। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির ও অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সিনিয়র সহসভাপতি এস এম আমিনুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমাজের সহসভাপতি এস এম শাহজামাল প্রাং প্রমুখ।

খাদ্য সহায়তা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলা সদর ইউনিয়নের মহেশপুর রোজিয়া চালকলে ২০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার দিলেন থুচি ফাউন্ডেশন। গত মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মাছুদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ আমবার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, বীর মুক্তিযোদ্ধা নজিবর রহমান, কর আইনজীবী আবু রায়হান, সহকারী অধ্যাপক মাসুদ রানা, আইসিটি শিক্ষক শফিউল্লাহ লোটাস, চাতাল মালিক জাকির হোসেন বাবু ও ইউপি সদস্য রমজান আলী।

প্রশিক্ষণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (জাইকা) সহযোগিতায় কোডিভ-১৯সহ অন্যান্য সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণে ভূমিকা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার উপজেলার টিপু মুনশি অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যার আঙ্গুরা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মীর হোসেন, ডা. ওমর ফারুক, মেডিক্যাল অফিসার ডা. তৌহিদুল ইসলাম, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ আতিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়