খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

বিসিসির বাজেট কমলেও বেড়েছে রাজস্ব আয়

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এম কে রানা, বরিশাল থেকে : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিট বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন। করোনা মহামারির কারণে গত মঙ্গলবার বিকালে বরিশাল সিটি করপোরেশনের ফেসবুক পেজ থেকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকা। এটি বরিশাল সিটি করপোরেশনের ১৯তম এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তৃতীয় বাজেট।
সিটি করপোরেশন সূত্রে, ২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৪২৭ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৩৪৫ টাকা, যা ২০২১-২২ অর্থবছরে ঘোষিত বাজেটের চেয়ে ১১ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৯৭৯ টাকা বেশি। ২০১৯-২০ অর্থবছরে ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকার বাজেট ঘোষণা করেছিলেন মেয়র সাদিক, যা পরের অর্থবছরে ১২০ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৯২ টাকা কমিয়ে দেয়া হয়।
এবারের প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা খাতে। এ খাতে বরাদ্দ ৩৬ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক খাতে ৪ কোটি ১৮ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ টাকা, করোনা মোকাবিলায় বিভিন্ন খাতে ৬ কোটি টাকা, পানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে ১৯ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪৮ টাকা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন খাতে ৫ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৩৩ টাকা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও তথ্যপ্রযুক্তি খাতে ৩ কোটি ৬৩ লাখ টাকা এবং বিবিধ খাতে ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটের আয়ের বেশির ভাগ উৎসই দেখানো হয়েছে সরকারি অনুদান এবং আন্তর্জাতিক সংস্থার সহায়তা।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ৩২১ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩১ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে নিজস্ব উৎস থেকে ৬৫ কোটি টাকা, থোক ও বিশেষ থোক বরাদ্দ থেকে ৪৫ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২১১ কোটি টাকা, যা মোট বাজেটের ৭৮ দশমিক ৮৫ শতাংশ। এদিকে গত

অর্থবছরে বরিশাল সিটি করপোরেশন রাজস্ব আদায় করেছে ৭৭ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৫৪৭ টাকা, যা গত ১৯ বছরে সর্বোচ্চ।
ফেসবুক লাইভে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, এডিপির আওতায় বাস্তবায়নযোগ্য কিছু প্রকল্প আমরা প্রস্তাব করেছি। এর মধ্যে নতুন নগর ভবন নির্মাণ, বরিশাল মহানগরীর রিং রোড প্রকল্প, বেলতলা ও রূপাতলী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ২টি ব্যবহার উপযোগীকরণসহ ওভারহেড ট্যাংক ও পানি সরবরাহ পাইপলাইন স্থাপন প্রকল্প এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা উল্লেখযোগ্য। তিনি আরো বলেন, ২০২০-২১ অর্থবছরে কোনো প্রকল্প না পাওয়া সত্ত্বেও আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রথম পাঁচ বছরের গ্যারান্টিতে ৬ কিলোমিটার সড়ক নির্মাণ, ৪১ কিলোমিটার সড়ক সংস্কার, ২০০ মিটার ফুটপাত নির্মাণ, ১ দশমিক ২০ কিলোমিটার ড্রেন-কাম ফুটপাত নির্মাণ করা হয়েছে। এছাড়া ৩ দশমিক ৫ কিলোমিটার খাল পুনর্খনন ও পরিষ্কারকরণ, একটি সেবক কলোনির অসমাপ্ত কাজ সম্পন্ন এবং আধুনিক এসফল্ট মিক্সিং প্ল্যান্টের সংস্কার ও উন্নয়ন করা হয়েছে।
এছাড়া বিদ্যুতায়নের জন্য ২৭৬ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার টাকার ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা অনুমোদন হলে ১৬ হাজার ৯৪ পোল এবং ২০ হাজার ৫০৯টি নতুন সড়ক বাতি স্থাপন করা সম্ভব হবে বলে জানান সিটি মেয়র।
ফেসবুক লাইভ ও ভিডিও কনফারেন্সে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা যুক্ত ছিলেন।

ক্যাপশন : বরিশাল সিটি করপোরেশনের ফেসবুক পেজ থেকে গতকাল ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণায় সংযুক্ত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ -ভোরের কাগজ

ওকে-মোতালেব/মফস্বল
শহিদুল

ব?রিশা?লে বিএম কলেজ
শিক্ষার্থী?দের সড়ক
অব?রোধ
এম কে রানা, বরিশাল থেকে : বরিশালে সেশন চার্জ ও রেজিস্ট্র্রেশন ফি মওকুফের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা। অনার্স দ্বিতীয় ব?র্ষের পরীক্ষার সেশন চার্জ ও পরীক্ষার রেজি?স্ট্রেশন ফিসহ ক?লেজ থে?কে নির্ধারিত ফি মওকু?ফের দাবিতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের প্রশাস?নিক ভব?নের সাম?নের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, ক?রোনাকা?লে দীর্ঘ দুই বছর ধরে ক?লেজ বন্ধ র?য়ে?ছে, অথচ ক?লেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষা সফর, ম্যাগা?জিনসহ বি?ভিন্ন অযাচিত খা?তে ফি বাবদ অর্থ আদায় করার জন্য টাকা ধার্য ক?রে?ছে, যা বর্তমা?নে শিক্ষার্থী?দের প?ক্ষে দেয়া সম্ভব নয়। এ অবস্থায় অযা?চিত ফি মওকুফ ক?রে শুধু বিশ্ববিদ্যালয় নির্ধা?রিত ফি ধার্যের দাবি জানান তারা।
দুপুর দেড়টা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ৬০০ টাকা ফি কমানোর আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।
ক?লেজ অধ?্যক্ষ গোলাম কিব?রিয়া জানান, তারা বিষয়?টি নিয়ে শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ব?রিশাল কোতোয়ালি ম?ডেল থানার ও?সি নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় ৩ ঘণ্টা এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়