খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

কালাই উপজেলা কৃষি অফিসে জনবল সংকটে সেবা ব্যাহত

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই উপজেলা কৃষি অফিসে জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে। মোট ২৫টি পদের বিপরীতে ১৮টি পদই শূন্য রয়েছে। জানা গেছে, অতিরিক্ত কৃষি অফিসার ১টি পদই শূন্য, কৃষি সম্প্রসারণ অফিসার ২টি পদই শূন্য, উপসহকারী কৃষি অফিসার ১৬টির মধ্যে কর্মরত আছেন ৫ জন, উচ্চমান সহকারী পদটি শূন্য, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২টি পদের মধ্যে ১ জন কর্মরত, নিরাপত্তা প্রহরী ২টি পদের মধ্যে একজন আছেন, পরিচ্ছন্ন কর্মী ১টি পদই শূন্য রয়েছে। পৌরসভাসহ ৫টি ইউপিতে উপসহকারী কৃষি অফিসার কর্মরত আছেন ৫ জন, যেখানে প্রতিটি ইউপিতে কর্মরত থাকার কথা ছিল ৩ জন করে। মাঠপর্যায়ে বিভিন্ন গ্রামে-গঞ্জে গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া ও মাঠের ফসলের রোগব্যাধি ও পোকামাকড়ের আক্রমণ সম্পর্কে তাদের সচেতনতা সৃষ্টি করা প্রতিদিন একটি ইউনিয়নে একজনের পক্ষে সঠিকভাবে সম্ভব নয়।
সেবা নিতে আসা পুনট পূর্বপাড়া গ্রামের কৃষক বেগুন চাষি আব্দুর রহমান, পাঁচপাইকা গ্রামের কৃষক চিচিঙ্গা ও পেঁপে চাষি কামাল হোসেন, জিন্দারপুর ইউপির বাদাউচ্চ গামের চিচিঙ্গা চাষি সেকেন্দার আলী, উদয়পুর ইউপির বহুতী গ্রামের বেগুন চাষি আনোয়ার হোসেন, মাত্রাই ইউপির কুসুমসাড়া গ্রামের করলা চাষি মস্তাফিজুর রহমানসহ অনেকেই জানান, কৃষি অফিসে জনবল সংকটের কারণে কৃষকরা কৃষিসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে। সময়মতো অফিসে এসে তাদের ঠিকমতো পাওয়া যায় না, সেদিন ফেরত যেতে হয়। একটি ইউনিয়নে একজন উপসহকারী কৃষি কর্মকর্তার পক্ষে পুরো এলাকায় প্রতিদিন কৃষকদের সেবা দেয়া অসম্ভব।
উপজেলা কৃষি অফিসার নিলীমা জাহান বলেন, পদগুলো শূন্য থাকায় মাঠ পর্যায়ে কৃষকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ৫টি ইউপিতে মোট ১৫টি ব্লক রয়েছে, যেখানে ১৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা সেখানে কর্মরত রয়েছে মাত্র ৫ জন। আবার বিসিএস ক্যাডার অফিসার ৪টি পদের মধ্যে শুধু আমি একাই রয়েছি, ৩টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করছি অতিদ্রুত শূন্যপদগুলো পূরণ হয়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়