গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

বসুন্ধরার ভাবনায় এএফসি কাপ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জমে ওঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। এবার টুর্নামেন্টে শুরু থেকেই বেশ দাপটে খেলেছে বসুন্ধরা কিংস। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। তাই দলটি চ্যাম্পিয়ন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
তাছাড়া ফুটবলপ্রেমীরা জানেন, প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের গ্রুপ পর্বের মূল পর্বে খেলে। আর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলকে খেলতে হয় এএফসির প্লে অফ।
এবার বসুন্ধরা ফেডারেশন কাপেরও চ্যাম্পিয়ন হওয়ায় লিগ রানারআপ দল খেলার সুযোগ পাবে এএফসি কাপের প্লে অফ। তবে বসুন্ধরার ভাবনায় এখন এএফসি কাপ। এই টুর্নামেন্টে ভালো খেলতে মুখিয়ে আছে দলটি।
এদিকে এএফসি কাপের প্লে অফ লড়াইয়ে আছে বাংলাদেশের ৬টি দল।
বসুন্ধরা চ্যাম্পিয়নশিপ প্রায় নিশ্চিত হলেও লিগের দ্বিতীয় পজিশন নিয়ে বেশ প্রতিদ্ব›িদ্বতা চলছে। কারণ শেখ জামাল ১৮ ম্যাচ খেলে ১১ জয়, ১ হার ও ৬ ড্রতে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর ঢাকা আবাহনী এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
তালিকায় এর পরেই আছে চট্টগ্রাম আবাহনী ৩৪, মোহামেডান ৩৩, শেখ রাসেল ৩০ ও সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ২৯। তবে এর মধ্যে সব দল ১৯ ম্যাচ খেললেও সাইফ খেলেছে ১৮ ম্যাচ। ফলে এক ম্যাচ কম খেললেও সাইফ থাকছে রানারআপের দৌড়ে।
গাণিতিকভাবে সাইফ, শেখ রাসেলের দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকলেও লিগের দ্বিতীয় হওয়ার লড়াইয়ে আপাতদৃষ্টিতে শেখ জামাল সবার চেয়ে এগিয়ে রয়েছে। লিগের অবশ্য আরো সাত রাউন্ড খেলা বাকি।
ফলে দ্বিতীয় স্থান দখল নিয়ে অনেক প্রতিদ্ব›িদ্বতা ও নাটকীয়তার আভাস পাওয়া যাচ্ছে। লিগে দ্বিতীয় হলেই এএফসি কাপের প্লে অফ খেলা যাবে না। দ্বিতীয় স্থানের পাশাপাশি থাকতে হবে এএফসি ক্লাব লাইসেন্স।
রানারআপ দলের ক্লাব লাইসেন্সিং না থাকলে তৃতীয় বা পরবর্তী দল যাদের ক্লাব লাইসেন্সিং রয়েছে তারা প্লে অফ খেলার সুযোগ পাবে। ক্লাব লাইসেন্সিং থাকায় সাইফ স্পোর্টিং ক্লাব লিগে চতুর্থ হয়েও এএফসি কাপের প্লে অফ খেলেছিল একবার। আগামী মৌসুমে এএফসি কাপের জন্য ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া এখনো চলমান আছে।
ঢাকা আবাহনী, মোহামেডান, সাইফ স্পোর্টিংয়ের ক্লাব লাইসেন্সিং আগেই রয়েছে। তাদের ক্ষেত্রে শুধু নবায়ন করতে হবে। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ও রেলিগেশন জোনের লড়াইটা সেভাবে নেই। ফলে এখন লিগের আকর্ষণ মূলত রানারআপ নিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়