গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

পাবনা : নারী অপহরণকারী চক্রের ৩ জন আটক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : পাবনায় নারীদের দিয়ে অভিনব কায়দায় পথচারীদের অপহরণকারী চক্রের তিন সদস্যকে মুক্তিপণের টাকাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- সুজানগর উপজেলার দুলাই চৌধুরীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রবিন আহম্মেদ রানা (৩৪), বদনপুর উত্তরপাড়ার মাহাতাব মোল্লার ছেলে ফারুক হোসেন (৩৪) ও একই এলাকার আজমত আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)। গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গত রবিবার সুজানগরের বদনপুরে নির্জন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আলাউদ্দিন নামে এক ব্যক্তি। ৯৩ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় তিনি গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করলে তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে। সোমবার রাতভর সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়