গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

পদ্মা সেতুর পিলারে ধাক্কা : ফেরিটি দুদিন আগে পাটুরিয়া থেকে আনা হয় শিমুলিয়ায়

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার সময় পদ্মা সেতুর ১০নং পিলারে ধাক্কা দেয়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর রবিবার রাতে পাটুরিয়া নৌপথ থেকে শিমুলিয়ায় সংযোজন করা হয়। বিআইডব্লিউটিসির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার ফেরিটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় এক নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এছাড়া ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে প্রাইভেটকারের ওপর পড়লে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ফেরিটি বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়াঘাটের অভিমুখে আসছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতু অতিক্রম করার সময় ১০নং পিলারে ধাক্কা লাগে। এ সময় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।
বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি পিলারে ধাক্কা লাগে। পরে ফেরিটি শিমুলিয়া ২নং ঘাটে নোঙরের পর ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন নামানো হয়।
মাওয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ১০নং পিলারের সঙ্গে ধাক্কা লেগে পিলারের দক্ষিণ পশ্চিম কোণে ক্ষতিগ্রস্ত হয় এবং ফেরির পেছনের অংশের ক্ষতি হয়।
বিআইডব্লিউটিসি বাংলাবাজারঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, রবিবার রাতে ফেরিটি পাটুরিয়া থেকে এই রুটে আসে। সোমবার ট্রিপ দেয়। ফেরিটি বাংলাবাজারঘাট থেকে ১১টি ট্রাক, ১৬টি হাল্কা যানবাহন নিয়ে ওপার যায়।
বিআইডব্লিউটিসি পাটুরিয়াঘাটের ম্যানেজার আ. সালাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর রবিবার রাতে শিমুলিয়া রুটে যায়। বিভিন্ন রুটে ফেরি সংযোজন-বিয়োজন একটি স্বাভাবিক প্রক্রিয়া।
গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়