গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

করোনা পরিস্থিতি : সিলেটে কমেছে আক্রান্তের হার, বেড়েছে মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট ব্যুরো : সিলেটে করোনা আক্রান্তের হার কিছুটা কমলেও কমছে না মৃত্যু। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন আরো ১৭ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৫৯০ জনের শরীরে। শনাক্তের হার ২৮ দশমিক ৭২ শতাংশ।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৪৫৪ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ২৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১০৫ জন, হবিগঞ্জের ১০১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬৭ জন। এদিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
নতুন মারা যাওয়া ১৭ জনের মধ্যে সিলেট জেলার ৭ জন, হবিগঞ্জে একজন ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৮ জন রোগী করোনায় মারা গেছেন। এ পর্যন্ত সিলেটে করোনায় মোট মৃত্যের সংখ্যা ৮২২।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ৯ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৮১৪ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়