নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর উপহার

পঞ্চগড় প্রতিনিধি : জেলার ৩৫০ জন অসহায়-দুস্থ নরসুন্দর, দোকান কর্মচারী ও পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ৫০ জন অসহায়-দুস্থ নরসুন্দর, ১০০ জন দোকান কর্মচারী ও ২০০ জন পরিবহন শ্রমিকের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

ঋণ বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়ায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৫ জন পল্লী উদ্যোক্তার মাঝে সাড়ে ৭ লাখ টাকার প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ে এই ঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর আলম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার প্রমুখ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর আলম বলেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে চলতি অর্থবছরে ১ কোটি টাকা প্রণোদনা ঋণ বিতরণ করা হবে। যাতে পুঁজি হারানো সদস্যদের উদ্যোগ থেমে
না যায়।

ত্রাণসামগ্রী বিতরণ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কুলিয়ারচরে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সামনে ৮৯ জন পরিবহন শ্রমিকের হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মনির উদ্দিন, ইউএনও অফিসের সিএ কাম উচ্চমান সহকারী মো. ফজলুর রহমান পটল প্রমুখ। প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, একটি করে সাবান দেয়া হয়।

মন্দির কমিটির সভা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীর সোনারায় ইউনিয়নের অন্তর্গত জামিরবাড়িয়া কালিতলা বারোয়ারী শিব মন্দিরের নবগঠিত কমিটির প্রথম সভা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি লিপটন ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মণ্ডলের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুল মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির সহসভাপতি পদ্ম চন্দ্র সরকার, গোপাল মজুমদার, তন্ময় অধিকারী, সহ-সাধারণ সম্পাদক উত্তম মহন্ত, কোষাধ্যক্ষ প্রভাত চন্দ্র মহন্ত, সহ-কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র মহন্ত, ধর্মীয় সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক গোকুল চন্দ্র দাস, নির্বাহী সদস্য সাধন চন্দ্র সরকার প্রমুখ।

সুরক্ষাসামগ্রী বিতরণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : জেলা পরিষদের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন গত রবিবার দুপুরে চাটখিলে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। তিনি চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের হাতে সাংবাদিকদের জন্য, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরের হাতে থানা পুলিশের সদস্যদের জন্য করোনা সুরক্ষাসামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। সাংবাদিকদের সুরক্ষাসামগ্রী দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি দিদার-উল-আলম, সহ-সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক জসিম মাহমুদ, মামুন হোসেন, মনির হোসেন, গোলাম ছাওয়ার জুয়েল, শামছুদ্দিন শামিম, মোহাম্মদ রুবেল ও আলমগীর হোসেন হিরু।

প্রস্তুতি সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আটঘরিয়ায় প্রস্তুতিমূলক সভা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। অন্যদের মধ্যে প্রক্তব্য দেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন খান ও দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া। সভায় করোনাকালীন সময়ে শোক দিবস উদযাপনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়