নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

মোরেলগঞ্জ : অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে জরিমানা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : মোরেলগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে শহিদুজ্জামান শহিদ নামের ১ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার দুপুরে পৌরসভার বয়রাতলা এলাকায় বসবাসকৃত বাসিন্দা শহিদকে হাতেনাতে ধরে ফেলেন পল্লীবিদ্যুতের কর্মকর্তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ বি এম মিজানুর রহমান বলেন, পুলিশের সহযোগিতায় আমাদের অফিসের দলটি শহিদের বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসায় বৈধ সংযোগের সঙ্গে একটি অবৈধ সংযোগও ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়