নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

তথ্য গোপন করে টিকা নিয়ে হৃদরোগীর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে অসুস্থতার কথা গোপন রেখে টিকা নেয়ার পর হারুন আর রশিদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দী মাদ্রাসা টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। টিকা নেয়ার ১৫ মিনিটের মধ্যেই তিনি মারা যান বলে জানান তার ছোট ছেলে পাভেল মিয়া (২৪)। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বলেন, রোগী নিম্ন রক্তচাপ ও হৃদরোগজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। মৃতের ছেলে পাভেল বলেন, ইউনিয়ন পর্যায়ে সহজে টিকা পাওয়ায় করোনার ভয়ে তার বাবাকে টিকার দেয়ার জন্য অস্থায়ী টিকা কেন্দ্র খাড়াকান্দী নিয়ে যান। রেজিস্ট্রেশন ছাড়া আইডি কার্ড নিয়ে সহজে টিকা পেয়েও যান। টিকা নেয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে আমার কোলে ঢলে পড়েন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, বলে দেয়া হয়েছে কারা টিকা নিতে পারবে আর কারা পারবে না। রেজিস্ট্রেশন ফরমেও তা উল্লেখ রয়েছে। কেউ যদি অসুস্থতা গোপন রেখে করোনার টিকা নেয় তবে সমস্যা হতে পারে। তবে যে ভদ্রলোক মারা গেছেন তিনি বহু দিন ধরে অসুস্থ ছিলেন। টিকায় নয়, আগের অসুস্থতাজনিত কারণেই তিনি মারা গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়