নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

ঘরে বসে করোনার টিকা, চট্টগ্রামে ২ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও করোনার টিকা পাচ্ছে না হাজারো মানুষ। টিকা কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের ভিড়, হাহাকার। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বুড়ো আঙুল দেখিয়ে চট্টগ্রাম নগরীতে ঘরে বসে টিকা নিচ্ছে কেউ কেউ। ঘরে বসে টিকা নেয়ার ঘটনায় টিকাগ্রহীতা এমডি হাসান ও টিকার ব্যবস্থা করা মোবারক আলী নামে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ও রবিবার রাতে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মোবারক আলী খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনের বাসিন্দা।
খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, রবিবার এমডি হাসান নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে বাসায় বসে টিকা নেয়ার ছবি পোস্ট দেন। এ সময় তিনি তার বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন দিতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ায় আমরা তাদের আটক করি। এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের’ অভিযোগে দণ্ডবিধির ৩৭৯, ৪০৬ ও ৪২০ ধারায় তিন জনকে আসামি করে মামলা করেছেন খুলশী থানায়। তিনি আরো বলেন, একদিকে টিকাকেন্দ্রগুলোতে ভিড় সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে। সেখানে বাসায় বসে করোনা টিকা নেয়া আমাদের ভাবিয়ে তোলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রবিবার রাতে খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনের বাসা থেকে হাসানকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে মোবারক আলীকেও আটক করা হয়। ওসি বলেন, হাসানের সঙ্গে সাজ্জাদ নামে তার এক বন্ধুও বাসায় বসে ভ্যাকসিন নিয়েছেন। মোর্শেদ নামে এক ব্যক্তি তাদের সহায়তা করেছেন বলে হাসান নিজেই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। সাজ্জাদকে আটকের চেষ্টা চলছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। তারা কিভাবে, কার মাধ্যমে ঘরে বসে ভ্যাকসিন নিয়েছিল, সেগুলোর অনেক কিছুই আমরা জেনেছি। তাদের ধরতে ইতোমধ্যে পুলিশ অভিযানে নেমেছে।
প্রসঙ্গত, টিকাকেন্দ্রে গিয়ে করোনা ভাইরাসের টিকা নিতে যখন মানুষকে গলদঘর্ম হতে হচ্ছে, সেই সময় নিজের ঘরে বসে টিকা নেয়ার ছবি ফেসবুকে দেয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে যাওয়া মানুষের দীর্ঘ লাইন ও নিবন্ধনের কয়েক সপ্তাহ পরও টিকা নেয়ার এসএমএস না পাওয়ায় ভোগান্তি আছে সাধারণ জনগণের মধ্যে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়