শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

প্রতি বছর বর্ষা এলেই ভাঙে নাইক্ষ্যংছড়ি-দোছড়ি সড়ক : হয় না টেকসই উন্নয়ন কাজ

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে : নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের দোছড়ি ইউনিয়নে যাতায়াতের একমাত্র সড়কটি ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলের স্রোতে খালের পেটে বিলীন হতে চলেছে। ফলে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে রামু উপজেলার কচ্চপিয়া ইউনিয়ন হয়ে দোছড়ি সীমান্তের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি টানা ভারি বর্ষণে পাহাড়ি ঢলের কারণে এ সড়কের নারকেল বাগান নামক এলাকায় দৌছড়ি খালের ভাঙন দেখা দেয়। ভাঙনের কবলে পড়ে খালের দক্ষিণকূল এলাকার অর্ধশতাধিক বাড়িঘর চরম ঝুঁকিতে পড়েছে। ঝুঁকিপূর্ণ এসব এলাকার বসতবাড়ি যে কোনো মুহূর্তে নদীতে বিলীনের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ওই এলাকার প্রাথমিক শিক্ষক মাওলানা নুরুল আমিন জানান, সড়কের ভাঙনের জায়গাটি রামু উপজেলার হলেও নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে সীমান্তরক্ষী বিজিবির ৬টি বিওপি ক্যাম্প রয়েছে। ওই ক্যাম্পে যাতায়াতের একমাত্র মাধ্যম এ সড়ক। ওই সড়ক দিয়ে মিয়ানমার সীমান্ত পাহারায় নিয়োজিত আছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াত এ সড়ক দিয়ে। জনগুরুত্বপূর্ণ এ সীমান্ত সড়কটি ভেঙে যাওয়ায় বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্নতার ফলে সীমান্ত সুরক্ষার নিয়োজিত বিজিবিসহ লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দৌছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মু. হাবীব উল্লাহ জানান, সড়কটি টেকসই উন্নয়ন না করায় প্রতি বছর পড়তে হয় ভাঙনের কবলে। গত তিন বছর ধরে বর্ষা আসলেই এমন অবস্থা হয়। গেল বছর ৮৮ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ করেন। কিন্তু বছর যেতে না যেতে আবারও নদীর পেটে চলে যেতে শুরু করল। সবচেয়ে আমার ইউনিয়নের সাধারণ মানুষগুলো যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে বেশি। তাই এবার হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী টেকসই উন্নয়নের দাবি জানান তিনি।
এদিকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত জায়গা পরিদর্শন শেষে তারা জানান, সড়কটি রামু উপজেলার হলেও নাইক্ষ্যংছড়ি উপজেলার জন্য সমান গুরুত্বপূর্ণ এ যাতায়াতের সড়কটি। সড়কের দৌছড়ি নারিকেল বাগানস্থ খালের ভাঙনের কারণে চরম ঝুঁকিতে রয়েছে পার্শ্ববর্তী এলাকার জনসাধারণসহ উপজেলার দৌছড়ি ইউনিয়নের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি গুরুত্বপূর্ণ বলেই যাতায়াত সড়কটি দ্রুত সংস্কার করবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আব্দুল আজিজ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, এলজিইডি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ ভাঙন এলাকাসহ সড়কটি দ্রুত সংস্কার করবেন বলে আশা করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়