শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

ইউআইটিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গত শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হুসাইন। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান, ২০২০ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. এ কে এম সাইফুল ইসলাম খান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান তুহিন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়