শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

আফগানিস্তানের কুন্দুজ শহর তালেবান দখলে

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখল করেছে। শহরটির বিমানবন্দর ছাড়া বাকি সব এলাকা এখন বিদ্রোহীদের দখলে বলে গতকাল রবিবার স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেন। কুন্দুজের কেন্দ্রে তালেবানের পতাকা উড়তে দেখা যাচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। বিভিন্ন ভবন ও দোকানে আগুনসহ শহরজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে।
গত শুক্রবার থেকে এ নিয়ে চারটি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান বাহিনী। এর মধ্যে কুন্দুজের নিয়ন্ত্রণ নেয়াই তাদের এ বছরের সবচেয়ে বড় অর্জন। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় আরেকটি গুরুত্বপূর্ণ শহর সার-ই-পুলও দখল করে নিয়েছে বলে জানা গেছে।
কর্মকর্তারা বলছেন, যে শহরগুলোর পতন হয়েছে, সেখানে এখনো তাদের সেনারা আছেন এবং যুদ্ধ চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় তালেবান বাহিনী আফগানিস্তানের অনেক এলাকা দখলে নিয়েছে। সশস্ত্র এ গোষ্ঠীটির লক্ষ্য এখন প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ শহর। আফগানিস্তানের যুক্তরাষ্ট্র দূতাবাস প্রাদেশিক রাজধানীগুলোয় তালেবানের হামলার নিন্দা জানিয়েছে। সাম্প্রতিক সময়ে তালেবান বাহিনীর অবস্থানে মার্কিন বিমান হামলার পরিমাণও বেড়েছে, তারপরও সশস্ত্র এ গোষ্ঠীর অগ্রযাত্রা আটকানো যাচ্ছে না। কুন্দুজের নিয়ন্ত্রণ পাওয়ায় তালেবান বাহিনী কৌশলগতভাবেই ব্যাপক লাভবান হবে। দেশের উত্তরের প্রদেশগুলোয় যাওয়ার গুরুত্বপূর্ণ এ প্রবেশপথ ২০০১-এর আগে তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
২০১৫ ও ২০১৬ সালে দুবার শহরটির দখল নিয়েছিল তারা, যদিও দীর্ঘ সময় এর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। তাজিকিস্তান সীমান্ত লাগোয়া কুন্দুজ প্রদেশের নিয়ন্ত্রণ পাওয়ায় তালেবান বাহিনী এখন মধ্য এশিয়ার মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ রুটেরও দখল পেল। কুন্দুজ-তাজিকিস্তান সীমান্ত দিয়েই আফগান আফিম ও হিরোইন মধ্য এশিয়া হয়ে ইউরোপে পৌঁছায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়