জন্মদিন : প্রমথ চৌধুরীর সাহিত্যচিন্তা

আগের সংবাদ

বঙ্গবন্ধুর চোখে বঙ্গমাতা

পরের সংবাদ

ওয়ার্কার্স পার্টি : প্রশাসনিক হুকুমে করোনা প্রতিরোধ সম্ভব নয়

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রশাসনিক হুকুমে মহামারি প্রতিরোধ ফলপ্রসূ হয় না। প্রশাসনিক হুকুম জারি করে করোনা ভাইরাস মোকাবিলায় খুব বেশি ফল পাওয়া যাচ্ছে না এবং যাবেও না। করোনা মোকাবিলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে কাজে লাগাতে হবে। করোনা পরিস্থিতি, লকডাউন ও শোকাবহ আগস্ট মাস বিষয়ে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ভার্চুয়ালি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ সময় উপস্থিত ছিলেন দলটির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, কামরুল আহসান, জ্যোতি শংকর ঝন্টু, হাজি বশিরুল আলম, এনামুল হক এমরান প্রমুখ। ফজলে হোসেন বাদশা বলেন, করোনা মোকাবিলায় সরকার শুরু থেকেই রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের বাদ দিয়ে আমলাতন্ত্রের ওপর নির্ভর করে প্রশাসনিক হুকুমদারিতে করোনা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে। ফলে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, সমন্বয়হীনতা ও সর্বোপরি অব্যবস্থাপনা কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সব রাজনৈতিক দল, সামাজিক ও মানবাধীকার সংগঠন ও জনপ্রতিনিধিদের সমন্বয় করে জনসচেতনতা তৈরির মাধ্যমে মহামারি প্রতিরোধের আহ্বান জানিয়েছে দলটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়