জন্মদিন : প্রমথ চৌধুরীর সাহিত্যচিন্তা

আগের সংবাদ

বঙ্গবন্ধুর চোখে বঙ্গমাতা

পরের সংবাদ

আইনমন্ত্রীর শোক : করোনায় অবসরপ্রাপ্ত বচিারপতি ফজলুর রহমানরে মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতবিদেক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চকিৎিসাধীন অবস্থায় সুপ্রমি র্কোটরে হাইর্কোট বভিাগরে অবসরপ্রাপ্ত বচিারপতি এ কে এম ফজলুর রহমান মৃত্যুবরণ করনে। গত বৃহস্পতবিার দবিাগত রাত ১১টা ৪০ মনিটিে রাজধানীর একটি হাসপাতালে তনিি শষে নশি^াস ত্যাগ করনে। গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর র্সাকটি হাউস মসজদিে তার জানাজা অনুষ্ঠতি হয়। ঢাকার দোহার উপজলোর পানকুণ্ড গ্রামে পারবিারকি কবরস্থানে তাকে দাফন করা হয়ছে।ে অবসরপ্রাপ্ত বচিারপতি এ কে এম ফজলুর রহমানরে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছনে আইনমন্ত্রী আনসিুল হক, প্রধান বচিারপতি সয়ৈদ মাহমুদ হোসনে। ববিৃততিে তারা মরহুমরে বদিহেী আত্মার মাগফরিাত কামনা এবং শোকসন্তপ্ত পরবিাররে প্রতি গভীর সমবদেনা জানয়িছেনে।
১৯৪৬ সালরে ১৫ জানুয়ারি জন্ম নয়ো এ বচিারপতি বি এ এলএলবি শষে করে ১৯৬৯ সালে আইনীজীবী হসিবেে অর্ন্তভুক্ত হন। ১৯৭৩ সালরে ১৯ ফব্রেুয়ারি বচিার বভিাগে মুনসফে (সহকারী জজ) হসিবেে নয়িোগ পান। এরপর ১৯৮৯ সালরে ১৫ জুন জলো জজ হসিবেে পদোন্নতি লাভ করনে। ২০০২ সালরে ২৯ জুলাই হাইর্কোটরে অতরিক্তি বচিারক হসিবেে নয়িোগ পান। এর দুই বছর পর তনিি স্থায়ী হন। পরে ৬৭ বছর র্পূণ হলে তনিি হাইর্কোট থকেে অবসরে যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়