চাঁদাবাজির মামলা ৪ দিনের রিমান্ডে দর্জি মনির

আগের সংবাদ

বন্যার পদধ্বনি : পদক্ষেপ এখনই নিতে হবে

পরের সংবাদ

নিঝুমদ্বীপে অস্ত্রসহ জলদস্যু আটক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন নিঝুমদ্বীপের ডুবাইর খাল সংলগ্ন মদিনা গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্রের উপস্থিতিতে স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের এক অভিযান পরিচালিত হয়।
অভিযানে মদিনা গ্রাম এলাকার জনৈক সিরাজ উদ্দিনের বাড়ি থেকে ইলিয়াছ উদ্দিন (৩৮) নামে এক জলদস্যুকে কোস্টগার্ড আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি একনলা দেশি শটগান, ৩ রাউন্ড তাজা গুলি, ৩টি অবৈধ পাইরোটেকনিক এবং ২টি রামদা উদ্ধার করেছেন বলে অভিযানে নেতৃত্বদানকারী হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান। ধৃত জলদস্যুকে বৃহস্পতিবার দুপুরে হাতিয়া থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়