ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মতবিনিময়

কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম সফল করার লক্ষ্যে উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। গত সোমবার উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

সুরক্ষাসামগ্রী উপহার

ঠাকুরগাঁও প্রতিনিধি : পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে জেলা পরিষদ। গত সোমবার জেলা পরিষদের চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশীর পক্ষে এ উপহারসামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা পরিষদের অফিস সহকারী চপন কুমার সরকার, নাজমুল হক, মেসেঞ্জার জয়ন্ত কুমার সীলসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা। স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক সাবান। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, করোনার এই কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করছে পুলিশ বাহিনী। এই দুঃসময়ে পাশে থাকতে পেরে ভালো লাগছে।

খাদ্যসামগ্রী বিতরণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের উদ্যোগে স্থানীয় দুস্থ-অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে বিপুলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকার সহস্রাধিক দুস্থ-অসহায় পরিবার এবং করোনায় কর্মহীন ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, ইউপি সচিব জাহাঙ্গীর আলম সেলিম, সাবেক ইউপি সচিব যোগেশ চন্দ্র পাল, প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. সেলিম, সাবেক ইউপি মেম্বার আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা আব্দুল গোফরান, খোরশেদ আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের সুন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুন্দরা গ্রামের মানিকের বাসা পর্যন্ত সিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় ৮ লাখ টাকা ব্যয়ে এলজিএসপি প্রকল্পের আওতায় এর কাজ করা হয়। এর উদ্বোধন করেন আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হালিম, এলজিইডি সদর উপজেলার সার্ভেয়ার মো. শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. রশিদুল ইসলাম, মো. জাকির হোসেন প্রমুখ।

ঋণ বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ২০ জন সদস্যের মাঝে গতকাল মঙ্গলবার ২৯ লাখ টাকার করোনার প্রণোদনার ঋণের চেক বিতরণ করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ উপলক্ষে বিআরডিবির হলরুমে কেন্দ্রীয় সমিতির এডহক কমিটির সভাপতি ইয়াহিয়া সুমনের সভাপতিত্বে ও পরিচালক এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. জাহেদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। বক্তব্য রাখেন- উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মশিউর রহমান, পরিচালক শরীফ সাজেদুল করিম সাজু।

অক্সিজেন সিলিন্ডার প্রদান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : করোনা রোগীদের জরুরি অক্সিজেন সেবা নিশ্চিত করতে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সমাজসেবক মামুনুর রশিদ পাঠান। গত সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতাদের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সহসভাপতি এম কে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সহসভাপতি আমান উল্যা আমান, জাকির সাইদ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইকবাল, কার্যনির্বাহী সদস্য শিমুল হাসান, সম্মানিত সদস্য জাহিদ হোসেন, সাংবাদিক আমান উল্যাহ খাঁন ফারাভী ও সামাজিক সংগঠন নেতারা।

মূর্তি উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দিতে প্রায় ১২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের চরগোয়ালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। প্রায় এক মাস আগে ওই গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খননের সময় স্থানীয় চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহম্মেদ মূর্তিটি পান। দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। দৈর্ঘ ২৩ এবং প্রস্থ সাড়ে ৯ ইঞ্চির মূর্তিটি কেউ বলছে বিষ্ণু মূর্তি, কেউ বলছে কষ্টিপাথর।

প্রস্তুতিমূলক সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ ওমর ফয়সলের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়