শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

মাগুরায় মানববন্ধন : দর্জি শ্রমিকদের প্রণোদনার দাবি

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মাগুরা প্রতিনিধি : মহামারি করোনার সময়ে পরিবারের মুখে দুবেলা-দুমুঠো খাবার তুলে দিতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই- এই সেøাগানকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলা দর্জি শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল রবিবার বেলা ১১টায় শালিখা প্রেস ক্লাব মিলনায়তনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রায় ১৫০ জন দর্জি শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার দর্জি শ্রমিকের সভাপতি মো. আমিরুল বিশ্বাস। তিনি বলেন, করোনা মহামারি চলছে। আর এ সময়ে শালিখা উপজেলার প্রায় প্রত্যেকটি শ্রমিক সরকারের সাহায্য-সহযোগিতা পাচ্ছেন। এমনকি বিভিন্ন পেশার শ্রমিকরা সরকারের প্রণোদনা পেয়েছেন। অথচ আমরা দর্জি শ্রমিকরা সরকারের কোনো প্রকার অনুদান বা প্রণোদনা পাইনি। আমরা পরিবার-পরিজন নিয়ে অসহায় মানবেতর জীবনযাপন করছি। আমরা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও উপজেলা প্রশাসনের কাছে প্রণোদনার জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়