হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

নারী ছিনতাইকারী টিকটকার ফারজানা গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত টিকটকার হিসেবে। সড়কের উপর দাঁড়িয়ে নানা অঙ্গভঙ্গি করে টিকটকে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করেন ফারজানা বেগম। তার সঙ্গে এসব কাজে যুক্ত থাকেন কয়েকজন কিশোর সাঙ্গোপাঙ্গ। টিকটকার পরিচিতির হলেও আড়ালেই রয়েছে তার আরেক ভয়ংকর পরিচিতি। তিনি এই নগরের অন্যতম ভয়ংকর লেডি ছিনতাইকারী। শুধু তিনি নয়, তার স্বামী রুবেলও সিএমপির তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী। এই টিকটকার ফারজানার নামেই সিএমপির বিভিন্ন থানায় রয়েছে ৮টি মামলা। টিকটকার আড়ালে নিজের আসল পরিচয় শেষ পর্যন্ত আর গোপন থাকেনি। পুলিশের হাতে ধরা পড়তেই হলো তাকে। গত শুক্রবার (৩০ জুলাই) গভীর রাতে নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফারজানা টিকটক ও লাইকি করে। কিন্তু তিনি একজন দুর্ধর্ষ ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। ফারজানা একা চলাচলরত কোনো ছেলেকে প্রথমে টার্গেট করে। এরপর ঠিকানা জিজ্ঞেস করার নামে তাকে থামায়। থামলেই ছোরা দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে, নতুবা তার বিরুদ্ধে ইভটিজিং ও যৌন হেনস্তার অভিযোগ আনার হুমকি দেয়। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ছেলেরা। আর মেয়েদেরও ঠিকানা জিজ্ঞেস করার ভান করে থামায়। এরপর ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, ফারজানার স্বামী রুবেল মাত্র দুদিন আগে এলজি ও ছোরাসহ গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে রিমান্ডে আছে। ১১ মামলার আসামি রুবেল বর্বর প্রকৃতির ছিনতাইকারী। সে মেয়েদের গলার চেইন, কানের দুল ছিনতাই করে। এক্ষেত্রে অনেক সময়ই কান ছিঁড়ে যায়, গলা কেটে যায়। তারা স্বামী-স্ত্রী মিলেই একটি ছিনতাই চক্র গড়ে তুলে নগরজুড়ে ছিনতাই করে যাচ্ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়