বুড়িগঙ্গা থেকে শিশুর লাশ উদ্ধার হলেও নিখোঁজ কিশোর

আগের সংবাদ

পিছিয়ে কেন চামড়াশিল্প!

পরের সংবাদ

দুই কিশোরীকে পাচারকালে গ্রেপ্তার ১

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে নিখোঁজের ৫ দিন পর জানা গেল দুই কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করে একটি অপহরণকারী চক্র। কিন্তু লকডাউনের জন্য কোনো সুবিধাজনক গাড়ি না পাওয়ায় বগুড়া শহরের একটি বাসায় আটকে রাখে তাদের। অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারসহ অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
গত মঙ্গলবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। এ ঘটনায় ভিকটিমের বাবা রিয়াজ উদ্দিন মোল্লা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। র‌্যাব জানায়, ঈদের পরদিন উপজেলার কল্যাণনগর গ্রামের দুই বান্ধবী নিজ নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। দুজনই মাদ্রাসাছাত্রী। অনেক খোঁজাখুঁজির পর ওই দিনই দুই কিশোরী নিখোঁজের বিষয়টি নন্দীগ্রাম থানা পুলিশ ও র‌্যাব ১২ বগুড়াকে জানায় তাদের পরিবার। অবশেষে নিখোঁজের ৫ দিন পর গত সোমবার রাতে বগুড়া সদরের খান্দার এলাকা থেকে মারুফ হাসান (১৭) নামে একজনকে গ্রেপ্তারের পর দুই বান্ধবীকে উদ্ধার করে র‌্যাব। অপহরণ চক্রের সদস্য মারুফ হাসান কল্যাণনগর গ্রামের মাহফুজার রহমান মাফুর ছেলে। র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারী চক্র ওই দুই ছাত্রীকে ফুসলিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়া শহরে নিয়ে আসে। ভয় দেখিয়ে তাদের চট্টগ্রামে নিয়ে বিক্রি করার পরিকল্পনা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়