বুড়িগঙ্গা থেকে শিশুর লাশ উদ্ধার হলেও নিখোঁজ কিশোর

আগের সংবাদ

পিছিয়ে কেন চামড়াশিল্প!

পরের সংবাদ

কানাইঘাটে অর্ধলাখ টাকার জালনোটসহ আটক ১

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : কানাইঘাটে প্রায় অর্ধলাখ টাকার জালনোটসহ ইউপি আওয়ামী লীগের সভাপতির ভাই আফতার উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। সে উপজেলার ল²ীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। জানা যায়, গত মঙ্গলবার আফতার উদ্দিন পূবালী ব্যাংক কানাইঘাট শাখায় ৩ লাখ টাকা জমা দিতে যায়। সে অনলাইনের মাধ্যমে সিলেটের আলতা মিয়া নামের জৈনক এক ব্যক্তির হিসাব নাম্বারে এ টাকাগুলো জমা করতে চেয়েছিল। এ সময় সে একটি ভাউচারসহ টাকাগুলো ক্যাশ অফিসার মিসবাহ আহমদের হাতে পাঠায়। এই ৩ লাখ টাকার মধ্যে ৫শ টাকা নোটের একটি ৫০ হাজার টাকার বান্ডিল ছিল। এতে সব টাকা ঠিক থাকলেও ওই বান্ডিলের ১শটি নোটের মধ্যে ৯৫টি নোট জাল হিসেবে সন্দেহ হলে মিসবাহ আহমদ তা প্রথমে শনাক্ত করেন। পরে ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল মাহফুজুল আলম, ব্যাংক অফিসার মো. জাকারিয়া, বশির আহমদ ও ক্যাশ ইনচার্জ সুলেমান আহমদকে অবহিত করলে তারা সবাই এসে এ টাকাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে মোট ৪৭ হাজার ৫শ টাকা জালনোট হিসেবে শনাক্ত করেন। পরে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই জালনোটসহ আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পূবালী ব্যাংক লিমিটেড কানাইঘাট শাখার ব্যবস্থাপক মাহফুজুল হক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, তোতা মিয়া ও তার পরিবার ভারতীয় চোরাচালানের সঙ্গে জড়িত। মাদকসহ চোরাচালানের দায়ে তারা একাধিকবার কারাবাস করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়