শুভ জন্মদিন : প্রেমিক কবি ফারুক মাহমুদ

আগের সংবাদ

দক্ষিণাঞ্চলে পেয়ারা বাজার মন্দা

পরের সংবাদ

এখনই শুভারম্ভ নয়

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তামিল ইন্ডাস্ট্রির সুপার হিরো রজনীকান্ত এখনই রাজনীতিতে আসছেন না। তার রাজনীতিতে আসা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছিল। জল্পনা ছিল, এই বছর তামিলনাড়– বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন। তবে শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে পিছিয়ে আসতে হয় তাকে। গত সপ্তাহে চিকিৎসার পর চেন্নাই ফেরেন অভিনেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অনুরাগীরা। অভিনয় জগত থেকে শুরু করে রাজনীতির ময়দান, তার আলাদই ক্রেজ। দক্ষিণে তো তাকে রীতিমতো পূজা করা হয়। তাই তিনি একটি পদক্ষেপ নিলেই তা নিয়ে শুরু হয়ে যায় অনুরাগীদের উন্মাদনা। দক্ষিণের রাজনীতিতে রুপালি পর্দার তারকারা পা রাখেন, সাফল্লও আনেন। সেইমতো সেই পথেই হাঁটছিলেন রজনীকান্তও। কিন্তু বাদ সাধল সোমবার। তার দল রজনী মক্কল মন্দ্রমের সদস্যদের সঙ্গে কথা বলে ভবিষ্যতে রাজনীতি করবেন না বলে জানিয়ে দিলেন অভিনেতা। সুপারস্টার যে পথেই হেঁটেছেন সাফল্য এসেছে, এ ক্ষেত্রেও তেমনই আশা ছিল সকলের। কিন্তু হঠাৎই ছন্দপতন। দলের সঙ্গে বৈঠকে করে সুপারস্টার সকলের উদ্দেশ্যে জানান ‘ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই আমার।’ ২০১৮ সালে যে দল তৈরি হয়েছিল ‘রজনী মক্কল মন্দ্রম’ তা ‘রজনীকান্ত রাসিগর নরপানি মন্দ্রম’ হয়ে যাবে, এটি রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরাম হিসাবেই কাজ করবে আগামী দিনে। দলের সঙ্গে বৈঠকে বসার আগে এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী দিনে আমি রাজনীতিতে আসব কিনা, তা নিয়ে জল্পনা চলছেই। এ বিষয়ে আলোচনা করতেই আজ বৈঠকে এসেছি। এতদিন নানা বিষয়ে আটকে ছিল, করোনা আবহ, কাজের ব্যস্ততা, শুটিং এবং আমার শারীরিক অবস্থার জন্য কর্মীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আজ দেখা করে কথা বলব সব বিষয় নিয়ে।’ এরপরই বৈঠক থেকে বেরিয়ে বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন থালাইভা। তার মতে বিশেষ কারণে আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি, তাই এই মুহূর্তে শুভারম্ভ হবে না। হ মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়