শুভ জন্মদিন : প্রেমিক কবি ফারুক মাহমুদ

আগের সংবাদ

দক্ষিণাঞ্চলে পেয়ারা বাজার মন্দা

পরের সংবাদ

ঈদেও নেই নতুন সিনেমার মুক্তি নতুন চলচ্চিত্র

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনা মহামারির কারণে গভীর সংকটের মধ্যে পড়েছে দেশের ইন্ডাস্ট্রি। আর্থিক লোকসানের ঝুঁকিতে পড়েছেন চলচ্চিত্র প্রযোজকরা। অন্তত ৫০টির মতো সিনেমা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। পর পর তিন ঈদে মুক্তি পিছিয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্রের। দুই বছর ধরে ঈদ উৎসবে মুক্তির তালিকায় থাকা মিশন এক্সট্রিম, মিশন এক্সট্রিম ২, বিদ্রোহী, বিক্ষোভ, অপারেশন সুন্দরবন, অন্তরাত্মাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র এবারের ঈদে মুক্তি পাবে বলে শোনা গেলেও চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বড় বাজেটের এসব চলচ্চিত্র এখনই মুক্তি দিতে চান না প্রযোজকরা। তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বছরের যে কোনো সময়ই চলচ্চিত্র মুক্তি পেতে পারে। ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি এক বছর আগেই নির্মাণ শেষ হয়েছে। ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিলেন পরিচালক দীপংকর দীপন। এখন ঈদে ছবিটির মুক্তি থেকে সরে এলেন তিনি। অন্যদিকে ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রযোজক ও অন্যতম পরিচালক সানি সানোয়ারও গণমাধ্যমকে জানিয়েছেন ঈদে মুক্তি পাচ্ছে না ছবিটি। বড় বাজেটের এই ছবি মুক্তির আগে অন্তত এক মাস প্রচার চালানোর মতো সময় লাগবে বলে জানান তিনি। ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২’ দুই ছবিতেই প্রধান চরিত্র করেছেন আরিফিন শুভ ও ঐশী। অন্যদিকে ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, তাসকিন রহমান, রোশান, দর্শনা বণিক (কলকাতা), রওনক হাসান প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় সিনেমা হল খুলবে না বলে জানিয়েছেন হল মালিকরা। তবে ঈদের সপ্তাহে সরকারের মার্কেট খোলার সিদ্ধান্তের কারণে স্টার সিনেপ্লেক্স খোলা থাকবে বলে জানান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ঈদে নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না। আমাদের হাতে থাকা সিনেমাগুলোয় চলবে। প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার আগে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ প্রদর্শিত হচ্ছিল। সেটি চলতে পারে। এছাড়া নতুন কোনো হলিউড সিনেমা যদি সেন্সর করানো যায়, সেটা মুক্তি পেতে পারে। ঈদের সপ্তাহে মাল্টিপ্লেক্স খোলা থাকবে। কিন্তু কি সিনেমা প্রদর্শিত হবে, সেটি এখনো ঠিক করা হয়নি।’ ঈদে মুক্তির অপেক্ষায় আছে শামীম আহমেদের বিক্ষোভ ও শাহিন সুমনের বিদ্রোহী। এর মধ্যে ‘বিদ্রোহী’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী প্রমুখ এবং ‘বিক্ষোভ’ ছবিতে শান্ত খান, ভারতের শ্রাবন্তী, রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ। অন্যদিকে বড় বাজেটের ছবি ‘শান’। সিয়াম ও পূজা চেরি অভিনীত এম এ রাহিমের ছবিটির মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ছবিগুলো ঈদে মুক্তি দেয়া যাবে বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। গত ১৫ মাসে করোনার কারণে মুক্তি পায়নি- ‘মিশন এক্সট্রিম’, ‘বিদ্রোহী’, অন্তরাত্মা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’, ‘শান’, ‘বিক্ষোভ’, ‘জ্বীন’, ‘হাওয়া’, ‘পাপপুণ্য’, ‘পরান’, ‘দামাল’, ‘ক্যাসিনো’, ‘ওস্তাদ’, ‘মুখোশ’, ‘চোখ’ ও ‘লিডার- আমিই বাংলাদেশ’সহ বড় বাজেটের বেশ কিছু চলচ্চিত্র। প্রযোজকরা ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্মে মুক্তি দেয়াও নিরাপদ মনে করছেন না। প্রযোজক সমিতির নেতা খসরু বলেন, ‘সিনেমা ইন্ডাস্ট্রি গভীর সংকটের সময় পার করছে। আমার জানা মতে অন্তত ৫০টির মতো চলচ্চিত্র নির্মিত হয়ে করোনার জন্য মুক্তি দেয়া যাচ্ছে না। বড় বাজেটের সিনেমা তো কেউ আর্থিক ঝুঁকি নিতে চাইবে না। প্রতিটি সিনেমাতে ১/২ কোটি টাকা বিনিয়োগ। এর চেয়ে বেশি বিনিয়োগের চলচ্চিত্রও রয়েছে। ফলে ঈদ ছাড়া মুক্তি দিয়ে টাকা তুলে আনা কঠিন। করোনার কারণে কবে স্বাভাবিক হবে সবকিছু? সেটাও অনিশ্চিত। এই অবস্থায় সরকার ভর্তুকি দিলে সংকট থেকে কিছুটা উত্তরণ হবে। সরকার যদি সিনেমাগুলো টিকেটের দাম ধরে কিনে নিয়ে অনলাইন কিংবা বিভিন্ন প্লাটফর্মে মুক্তির ব্যবস্থা করে তবে প্রযোজকরা বাঁচতে পারবে।’ হ হেমন্ত প্রাচ্য

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়