মগবাজারে বিস্ফোরণ আরো একজনের মৃত্যু

আগের সংবাদ

রবীন্দ্রনাথের ঋতুর গান ও অন্যান্য

পরের সংবাদ

প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষিকার জরিমানা

প্রকাশিত: জুলাই ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফেনী প্রতিনিধি : চলমান কঠোর লকডাউনের মধ্যেও সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর সময় অভিযানে এক শিক্ষিকার ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার উপজেলা চরদরবেশ ইউনিয়নে একটি বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চলমান লকডাউনের মধ্যেও সরকারের বিধিনিষেধ অমান্য করে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহিয়া আহমেদ (বিজ্ঞান বিভাগ) স্কুলসংলগ্ন একটি কক্ষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, শিক্ষিকা জাহিয়া আহমেদ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৫-৩০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান। সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষিকাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়