মগবাজারে বিস্ফোরণ আরো একজনের মৃত্যু

আগের সংবাদ

রবীন্দ্রনাথের ঋতুর গান ও অন্যান্য

পরের সংবাদ

নাটোর সদর হাসপাতাল : করোনা ওয়ার্ড ঘুরে দেখলেন এমপি শিমুল

প্রকাশিত: জুলাই ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : নাটোর আধুনিক সদর হাপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোরে করোনা সংক্রমণের হার বৃদ্ধিতে সদর হাসপাতালে ৭০ বেডের বিপরীতে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় তাদের চিকিৎসার কোনো ত্রæটি হচ্ছে কিনা তা দেখতে তিনি গতকাল বুধবার পরিদর্শনে যান।
তিনি সেখানে করোনা ওয়ার্ডের রোগীদের চিকিৎসাসহ অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা তাও জানতে চান।
তিনি করোনা রোগী ও তার স্বজনদের উদ্দেশ্যে সচেতনতামূলক নির্দেশনা দেন। এছাড়া তাদের চিকিৎসায় যাতে কোনো ত্রæটি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন। কোনো প্রকার সমস্যা হলে সঙ্গে সঙ্গে সে ব্যাপারে তাকে জানানোর কথা বলেন।
করোনা রোগীদের চিকিৎসার কোনো প্রকার ত্রæটি হলে তা সহ্য করা হবে না বলেও তিনি চিকিৎসকদের হুঁশিয়ার করে দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায়, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ হাসপাতালের চিকিৎসকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়