নর্থ সাউথের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন

আগের সংবাদ

৪৫ লাখ গ্রাহকের কী হবে

পরের সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য মোরেলগঞ্জে দুই ট্রলারভর্তি মাছসহ : ৩০ জেলে আটক

প্রকাশিত: জুলাই ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে পানগুছি নদী থেকে ২টি সামুদ্রিক মাছ বোঝাই ট্রলারসহ ৩০ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার আটককৃত ট্রলার ও জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা বিণয় রায় জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার রাত ৪টার দিকে এফভি মা ও এফভি সীমা সাগরে মাছ ধরা শেষে পানগুছি নদী দিয়ে যাওয়ার পথে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৭ মণ মাছ ও ৩০ জেলেকে আটক করে কোস্ট গার্ড। ট্রলারের মালিক সেলিম চৌধুরী ও হাফিজুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়